HEAD OF THE TEACHER MESSAGE

প্রধান শিক্ষকের বানী

শিক্ষা জাতীয় জীবনের আলোকবর্তিকা। শিক্ষার আলো স্বাধীন চিন্তা -চেতনা ও সৃজনশীল কর্মের উদ্দিপক। জীবনমুখী শিক্ষা ধারায় সৃজনশীলতার বিকাশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুনগত মান অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার অপরিহার্য। হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়। এই জেলার একটি অন্যতম বিদ্যাপিঠ। এই স্কুলটি শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় উন্নত প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হচ্ছে এখানকার শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই স্কুলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে। প্রতিদিনের কর্মকান্ড তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে নিজেদেরকে যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলছে। শিখন শেখানো কার্যক্রমে আই সি টি-র ব্যবহার শিক্ষার্থী ও শিক্ষকদের আরো দক্ষ করে তুলছে। স্কুল শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। এই চেষ্টার একটি ধাপ “ডাইনামিক ওয়েব সাইট"। আমরা অর্থাৎ হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়। পরিবার এর মধ্য দিয়ে অনলাইন সেবা পাবে। আমাদের প্রায় ১০০০ শিক্ষার্থী তাদের অভিভাবক মিলে এই বৃহৎ পরিবার যে কোন তথ্য আমাদের ডাইনামিক ওয়েব সাইট ( www.haydarabadrkphs.edu.bd ) থেকে পাবেন। আমি সংশ্লিষ্ট সকলকে হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় এবং শিক্ষার্থী সম্পর্কীত যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ( www.haydarabadrkphs.edu.bd) ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমরা উত্তোরত্তর প্রয়োজনীয় তথ্য সংযোজন করে তথ্য প্রবাহকে সচল রাখব। এই ওয়েব সাইট এর মধ্য দিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ এই স্কুল সম্পর্কে জানতে পারবে এবং সংগ্রহ করতে পারবে প্রয়োজনীয় তথ্য। হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় অনলাইনে সংযোজিত হওয়ায় সকলকে ধন্যবাদ।

Admission Related

Go To Admission Page

Click Here And Go Directly To Admission Page.

Appling Instruction

Click Here To See All The Instruction For Admission.

Apply Online (Admission Form)

Click Here To Apply Online.

Our Gallery